১০ মাঘ, ১৪৩২ - ২৪ জানুয়ারি, ২০২৬ - 24 January, 2026

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গঙ্গাচড়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

1 day ago
41


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাচন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গঙ্গাচড়া উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রংপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার এর আয়োজনে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. এনামুল আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রহিম। এসময় উজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. জেসমিন আক্তার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তাকে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, ভোট গ্রহণ পদ্ধতি, ভোট কেন্দ্র পরিচালনা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth