১৮ আশ্বিন, ১৪৩০ - ০৩ অক্টোবর, ২০২৩ - 03 October, 2023
amader protidin

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

আমাদের প্রতিদিন
3 months ago
102


স্পোর্টস ডেস্ক:

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করা ভারতের নারী ‘এ’ দল ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে ১৯.২ ওভারে ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ নারী ‘এ’ দল।

বুধবার (২১ জুন) হংকংয়ের মং কক মিশন রোড গ্রাউন্ডে ভারতের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ২২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন নাহিদা আকতার। এছাড়া সোবহানা মোস্তারি ১৬ ও সাথি রানি ১৩ রান করলেও বাকিদের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতীয় বোলার শ্রেয়াঙ্কা পাতিল ৪টি ও মান্নাত কেশপ ৩টি উইকেট পান। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দীনেশ বৃন্দার ৩৬ ও কনিকা আহুজার অপরাজিত ৩০ রানে ভর করে ভালো সংগ্রহ পায় ভারত। এছাড়া ইউ চেত্রি ২২ রান করেন।

বাংলাদেশি বোলার নাহিদা আকতার ও সুলতানা খাতুন ২টি করে উইকেট পান।

সর্বশেষ

জনপ্রিয়