গঙ্গাচড়ায় বেগম রোকেয়া দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন ফটিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।
সভা শেষে শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদান রাখায় আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি হাট এলাকার কৃতি সন্তান ডাঃ মেফতাহুল জান্নাত সেতু ও
সমাজ উন্নয়নে গঙ্গাচড়া সদরের মধ্যেপাড়া এলাকার আঞ্জুমা বেগমকে জয়িতা সম্মাননা দেয়া হয়।