মধ্যাহ্নবিরতির আগেই শেষ করল দক্ষিণ আফ্রিকা

ফাইল ফটো
আমাদের ডেস্কঃ
আজ সকাল থেকে আকাশ মুখ গোমড়া করে রাখলেও বৃষ্টি নামেনি। আর মিরাজ নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির একদম হাতছোঁয়া দূরত্বে গিয়েও দীর্ঘশ্বাস নিয়ে ফিরেছেন। ১০৬ রানের লক্ষ্য পেয়ে খুব বেশি সময় নেয়নি দক্ষিণ আফ্রিকা। মাত্র ২২ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা। ফলে পঞ্চম দিন তো দুরের কথা, চতুর্থ দিনেও দুই সেশন বাকি থাকতেই শেষ হয়ে গেল মিরপুর টেস্ট।
দিনের শুরুতে নাইম চতুর্থ বলেই এলবিডাব্লিউ হোন। তাইজুল একটু ইতিবাচক খেলছিলেন, কিন্তু তাঁকে ক্যাচ দিতে বাধ্য করেন মুল্ডার। অন্যপ্রান্তে এভাবে সঙ্গীদের বিদায় দেখে অস্থির হয়ে পড়েন মিরাজ। রাবাদার ব্যাক অব লেংথ বল স্লিপের ওপর দিয়ে মারতে গিয়ে ধরা পড়েন স্লিপে। মিরাজকে ৯৭ রানে ফিরিয়ে মিরপুরের মাঠে ৬ উইকেট পেয়ে যান রাবাদা।
১০৬ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে কোনো রান তোলেননি টনি দে জর্জি। কিন্তু তাইজুলের করা দ্বিতীয় ওভারে দুটি চার মেরে নিজেদের ইচ্ছা জানিয়ে দেন মার্করাম। অন্য দিকে টনি জর্জিও ইতিবাচক খেলা শুরু করেন। দশম ওভারে মার্করাম যখন আউট হচ্ছেন, তখন প্রোটিয়াদের রান ৪২। কিন্তু জর্জি আক্রমণ চালিয়ে গেছেন। রানরেট ৪ এর ওপর রেখে জর্জি আউট হয়েছেন ৪১ রানে। দুই ওপেনার ছাড়াও ডেভিড বেডিংহামকেও আউট করেছেন তাইজুল, কিন্তু ত্রিস্টান স্টাবস ৩৭ বলে অপরাজিত ৩০ রান করে মধ্যাহ্নবিরতির আগেই ম্যাচ বের করে নেন।