২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট বাতিল

আমাদের প্রতিদিন
1 month ago
81


আমাদের ডেস্কঃ

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে উঠেছে। আগামীকাল সোমবার (১১ নভেম্বর) লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করেছে আইসিসি। ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসিকে জানিয়েছে যে, নিরাপত্তা জনিত কারণে তারা পাকিস্তানে খেলতে রাজি নয়। এই কারণে আইসিসি সূচি নিয়ে আলোচনার কাজও শেষ করতে পারেনি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক কর্মকর্তা বলেন, সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেছে বিষয়টি গুজব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সূচি বাতিলের পরামর্শ দেয়ার প্রতিবেদনগুলোও ভুল বলছে তারা।

এই বিষয়ে পিসিবি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে, এই ধরনের কোনো ইভেন্ট কখনো পরিকল্পনা করা হয়নি, বিশেষ করে লাহোরে ১১ নভেম্বরের জন্য নির্ধারিত সময় সূচি ঘোষণার  ইভেন্টকে গুজবপূর্ণ সম্বোধন করেছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, বাতিলকরণ সংক্রান্ত তথ্যটি ভিত্তিহীন। কারণ ১১ নভেম্বর চূড়ান্ত তফসিল ঘোষণার জন্য কোনও কর্মসূচি নির্ধারিত ছিল না এবং এমন কোনো ঘোষণা করা হয়নি।

তিনি আরও জোর দিয়ে বলেন, টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কিত যে কোনও অফিসিয়াল ব্যবস্থায় পিসিবির সঙ্গে পরামর্শ জড়িত থাকবে, যা ইভেন্টের লজিস্টিক দিকগুলি তত্ত্বাবধানের জন্য দায়ী থাকবে।

পিসিবি জনসাধারণ এবং গণমাধ্যমকে গুজব উপেক্ষা করার আহ্বান জানিয়েছে যতক্ষণ না আইসিসির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক আপডেট জারি করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের পর ভারত কোনো দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান সফর করেনি। পিসিবি তাই বারবার চেষ্টা করেছে যেন অন্তত আইসিসি ইভেন্টে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে আসে। এশিয়া কাপ ২০২৩-এও একই পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে তা হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল। পিসিবি ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন এবং খেলা শেষে চার্টার্ড বিমানে ফেরার ব্যবস্থা করতেও প্রস্তুত ছিল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশ নেবে, যার মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাংলাদেশ।

পূর্বে ফাঁস হওয়া সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth