দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাদের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিরলের বালকদের জয়লাভে অভিনন্দন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাদের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিরল উপজেলার বালকদের জয়লাভে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। জেলার ১৩ উপজেলা এবং দিনাজপুর পৌরসভাসহ মোট ১৪টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রোববার ২৬ জানুয়ারি দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।
উদ্বোধনী দিনের ৩য় খেলায় বালকদের হালকা কমলা জার্সি পরিহিত কাহারোল উপজেলাকে ০-২ গোলোর ব্যবধানে হালকা সবুজ জার্সি পরিহিত বিরল উপজেলা পরাজিত করে জয়লাভ করে। আর বালিকাদের হালকা সাদা জার্সি পরিহিত বিরামপুর উপজেলা ১-০ গোলের ব্যবধানে হালকা সবুজ জার্সি পরিহিত বিরল উপজেলাকে পরাজিত করে। আগামী ২৮ জানুয়ারি সকাল ১১.৩০ টায় এই টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বালকদের জয়লাভে বিরল উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ খেলোয়াড়দের পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।