৭ চৈত্র, ১৪৩১ - ২২ মার্চ, ২০২৫ - 22 March, 2025

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু-১, হাসপাতালে ৪৭৭

আমাদের প্রতিদিন
4 months ago
148


আমাদের ডেস্কঃ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ২৬৯ জনের। এদিকে ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। যার মধ্যে ঢাকা ৩৪২ জন, চট্টগ্রামে ৩৯ জন, খুলনা ৩৩, বরিশালে ২৫ জন, সিলেটে ২, রাজশাহী ১৯, রংপুরে ৫ ও ময়মনসিংহে ১২ জন।

বৃহস্পতিবার এক হাজার ২৯ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তাদের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২৯৩ জন পুরুষ ও ১৮৪ জন নারী।

সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১ হাজার ৩৬৯ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৩৩ জন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth