দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা
ফাইল ফটো
আমাদের ডেস্কঃ
দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা। তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। তৈরি করা হয়েছে ছাদখোলা বাস। রাজপথে লাখো মানুষের অভ্যর্থনায় সিক্ত হয়ে, বিকেলে বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করবেন সাবিনারা।
নেপালের কাঠমন্ডু থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-ঋতুরা। সেখানে তাদের বরণ করে নেন বাফুফের নবনির্বাচিত সদস্য ও হাজারো জনতা।
ফাইনাল জয়ের পরও কাটছে না রেশ। টিম বাসে হোটেল যাওয়ার পথে সাবিনা রিতুপর্নাদের সে কি আনন্দ! দক্ষিণ এশিয়া সেরা হয়ে ট্রফিটা রেখে দেয়া যে মর্যাদার। বৃহস্পতিবার বিকেলে সাফ চ্যাম্পিয়ন দলের সঙ্গে বাফুফে ভবনে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুধু তাই নয়, দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।
ফিরে আসছে ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নের স্মৃতি। এবারও প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। সারারাত ধরে বাস সাজানোর কাজ চলছে। যারা বলেছিলো মেয়েরা ফুরিয়ে গেছে। তাদের জন্য এটা একটা বার্তা, চব্বিশের এই বাংলাদেশ সদা জাগ্রত। হার মানে না!
এর আগে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।