৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

দিনাজপুরে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

1 month ago
95


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

"দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্ক নাগরিকরা। মাঠে কাজ করতে হিমশিম খাচ্ছে শ্রমজীবী মানুষ। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত রোদের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১১ মে) দুপুর ১২টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ শতাংশ।

প্রচণ্ড গরমে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। দুপুরের পর অনেক এলাকা প্রায় ফাঁকা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। প্রচণ্ড রোদের মধ্যে কাজে নেমে পড়া শ্রমিক, দিনমজুর, ভ্যানচালকরা কষ্টে দিন কাটাচ্ছেন। বিভিন্ন সড়কে রোদের তাপে পিচ গলে যাওয়ার চিত্র দেখা গেছে।

এছাড়াও ঘরে ঘরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। তারা পরামর্শ দিচ্ছেন জরুরি প্রয়োজন ছাড়া যেন, ঘরের বাইরে না যায়।

তাপপ্রবাহের প্রভাবে শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে। প্রখর রোদে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে। বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার অনেক কমে গেছে।

কৃষিক্ষেত্রেও দেখা দিয়েছে সংকট। খরায় জমির মাটি ফেটে যাচ্ছে, অনেক চাষি সেচের পানির ওপর পুরোপুরি নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, এমন আবহাওয়া আরও ৩-৪ দিন থাকতে পারে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth