২৪ কার্তিক, ১৪৩২ - ০৮ নভেম্বর, ২০২৫ - 08 November, 2025

বদরগঞ্জে মারধরের শিকার হাসপাতালে ভর্তি থানায় মামলা আটক ১

1 month ago
260


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে মোখলেছ রহমানকে নামের একজনকে কুপিয়ে হত্যার চেষ্টা। এ ঘটনায় সিফাত (২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা পৌর শহরের বালুয়া ভাটা আদর্শ পাড়া এলাকায় খড়ি ফাটানোকে কেন্দ্র করে মারধরের শিকার হন উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোখলেছ রহমান।  এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন মোখলেছ রহমান।সেই মামলায় সিফাত নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।সেই মামলায় সিফাত নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth