২৭ আশ্বিন, ১৪৩২ - ১২ অক্টোবর, ২০২৫ - 12 October, 2025

দাবী আদায়ে রংপুরে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

12 hours ago
17


নিজস্ব প্রতিবেদক:

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রংপুরে শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষকদের ৫০ ভাগ বাড়ি ভাড়া, ১০০ ভাগ বোনাস, ১৫’শ টাকা চিকিৎসা ভাতা এবং নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরী এমপিও ভুক্ত করনের দাবী আদায়ের লক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের রংপুর মহানগর শাখা সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা।

আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চল উপদেষ্টা অধ্যাপক আতাউর রহমান, রংপুর মহানগর শাখার উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা শাখা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল গনি, রংপুর মহানগর শাখার উপদেষ্টা অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর মহানগর শাখার সাধারন সম্পাদক মফিজ উদ্দিন সরকার, মাদরাসা শিক্ষক পরিষদের রংপুর বিভাগীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম সিদ্দিকী, পীরগাছা উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি কারী মুহাম্মদ নুরুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের রংপুর মহানগর সভাপতি অধ্যাপক রেজাউর করিম রেজা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth