২০ আশ্বিন, ১৪৩২ - ০৬ অক্টোবর, ২০২৫ - 06 October, 2025

গোবিন্দগঞ্জে এসএসসি ’৮০ ব্যাচের কৃতি শিক্ষার্থী ডা. সুজা’র স্মরণে দোয়া ও আলোচনা সভা

10 hours ago
26


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সদ্য প্রয়াত ডা. সুজা উদ-দৌলা সুজা’র স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘মহম্মদ আলী’ মিলনায়তনে এসএসসি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ’৮০ ব্যাচের শিক্ষার্থী ফিরোজ কবিরের সভাপতিত্বে এবং মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মরহুম ডা. সুজা’র বড় ভাই শাহজাহান আলী, ’৮০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে দীপক কর দিপু, রাহেনুল হক সরকার, শাহিনুল ইসলাম মোল্লা ছকু, সাধন কুমার দেবনাথ, আবু বক্কর সিদ্দিক, তাওয়াব হোসেন রতন, বিপ্লব সাহা, জাহাঙ্গীর আলম রাজা, শামীম রেজা ডাফরুল, মাহফুজার রহমান প্রধান মাহফুজ, শাহারুল ইসলাম মোল্লা, চপল কুমার তরফদার ও আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত এবং জাহিদুর রহমান প্রধান টুকু প্রমূখ। শেষে প্রয়াত ডা. সুজা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ’৮০ ব্যাচের শিক্ষার্থী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ’৮০ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth