৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

আনচেলত্তির জন্য যতদিন অপেক্ষা করবে ব্রাজিল

আমাদের প্রতিদিন
1 year ago
308


ক্রীড়া ডেস্ক :

কার্লোস আনচেলত্তিকে কোচ করতে মরিয়া পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে আনচেলত্তির জন্য ব্রাজিলের এত মরিয়া হয়ে ওঠার কারণ কী?

বার্সেলোনায় কাল রাতে ব্রাজিল-গিনি প্রীতি ম্যাচ শেষে বিষয়টি একটু আন্দাজ করা গেল। ব্রাজিলের ৪-১ গোলে জয়ের পর আনচেলত্তিকে নিয়ে কথা বলেছেন ভিনিসিয়ুস-রদ্রিগোদের অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেস।

এর পাশাপাশি ব্রাজিলের সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’ ও ‘ল্যান্স’ জানিয়েছে, আনচেলত্তিকে কোচ বানানোর আলোচনায় একটু অগ্রগতি হয়েছে।

চলতি মাসের শেষের দিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ নিয়ে একটি বিবৃতি দেবে। স্থায়ী কোচ খোঁজার প্রক্রিয়ায় সিবিএফ কাকে কোচ করে আনবে, কিংবা এ বিষয়ে লক্ষ্য কী হবে, সেসব জানানো হবে বিবৃতিতে। আর এই প্রক্রিয়ায় আনচেলত্তি রাজি হলেও তাকে এই বছর পাওয়া যাবে না। ইতালিয়ান এই কোচ রাজি হলে তাকে ২০২৪ সাল থেকে পাবে সিবিএফ।

ল্যান্স এর আগে জানিয়েছিল, রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করতে রাজি সিবিএফ। সভাপতি এদনালদো রদ্রিগেজ এখন ইউরোপ সফরে আছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth