৭ চৈত্র, ১৪৩১ - ২২ মার্চ, ২০২৫ - 22 March, 2025

নবাবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

আমাদের প্রতিদিন
2 years ago
2K


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“সৌর বিদ্যুতের সম্ভাবনা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।  

শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলনু উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক,  মহিলা ভাইস চেয়ারমান পারুল বেগম, থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, একাডেমিক সুপারভাইজার সফিউল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

মেলায় মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে নিজেদের তৈরি বিজ্ঞান ভিত্তিক নানা প্রযুক্তি উপস্থাপন করেন। শনিবার বিকাল পর্যন্ত এ মেলা চলবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth