ডোমারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক স্বাস্থ্যশিক্ষা প্রদান
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
সন্দেহভাজন কুষ্ঠরোগ অনুসন্ধান, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নীলফামারীর ডোমারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মাঝে সন্দেহভাজন কুষ্ঠ রোগ অনুসন্ধান, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক স্বাস্থ্যশিক্ষা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান।
এসময় স্থানীয় স্বাস্থ্যকর্মী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।