সর্বশেষ পয়েন্ট ৪ এর পর আসছে ব্যাচেলর পয়েন্ট-৫

আমাদের ডেস্কঃ
সাম্প্রতিক বছরে তরুণ প্রজন্মের মাঝে তুমুল সাড়া পাওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এর মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটির পাশা ভাই, হাবু ভাই, কাবিলা, শুভ, রিয়া, নাবিলা, রোকেয়া, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো দর্শকের মনে দাগ কেটেছে।
বলতে গেলে, যখনই ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন এসেছে, তখনই তা লুফে নিয়েছেন দর্শকরা। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় নাটকটির চতুর্থ সিজন।
ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে একই আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন। ফলে সিজন-৫ দেখারও আগ্রহ প্রকাশ করছেন তাঁরা। নতুন সিজন কবে আসছে এ নিয়ে কাজল আরেফিন অমিকেও নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অবশেষে দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আবারও পর্দায় হাজির হচ্ছেন পাশা-হাবু-কাবিলারা এমনটাই জানালেন অমি।
ব্যাচেলর পয়েন্ট নাটকের সিজন-৫ আসছে বলে জানিয়ে এই নির্মাতা বলেন, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।’
অমির কথায়, পুরো বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তিনি। তবে এতটুকু নিশ্চিত করলেন যে, ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার প্রচারে এসেছিল ব্যাচেলর পয়েন্ট। একে একে মুক্তি পেয়েছে এর চারটি সিজন। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, সুমন পাটোয়ারী, পাভেল, শিমুল, আশুতোষ সুজন প্রমুখ।