১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ  মহিলাসহ আহত ৬

আমাদের প্রতিদিন
1 month ago
225


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামেআজ (১১ ডিসেম্বর)   বুধবার সকালে একটি সুপারি গাছ ভাঙাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে মহিলাসহ আহত ৬।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে গোলজার রহমান তার গাছের ডাল-পালা পরিস্কার করতে গিয়ে, একই গ্রামের সৈয়দ মিয়ার ছেলে সাদা মিয়ার একটি সুপারির গাছের মাথা ভেঙে যায়। বিষয়টি কে কেন্দ্র করে সাদা মিয়ার লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় গোলজার রহমানের লোকজন গাছটির ক্ষতিপূরণ দিতে চেয়ে তাদেরকে গালিগালাজ বন্ধ করতে বলে। একপর্যায়ে সাদা মিয়ার ছেলে স্বপন মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মারপিট করে। তাদের মারপিটের আঘাতে গোলজার রহমানসহ ৬ ব্যক্তি আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।

বিষয়টি নিয়ে সাদা মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, গোলজার রহমান ও তার লোকজন আমাদেরকে মারপিট করেছে এতে আমাদের লোকজনও আহত হয়েছে।

পাঁচগাছি ইউনিয়ন বিট পুলিশের এএসআই জুয়েল রানা সাথে কথা হলে তিনি বলেন খবর পেয়েছি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth