১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

১৫ বছরের মরে যাওয়া শিপিং কার্যক্রমে গতি আনছে অন্তর্বর্তী সরকার.... নৌ-পরিবহন সিনিয়র সচিব

আমাদের প্রতিদিন
1 month ago
94


নিজস্ব প্রতিবেদক:

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, ১৫ বছরের মরে যাওয়া শিপিং কার্যক্রমে গতি আনছে অন্তবর্তী সরকার। উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে। একারণে দেশে মেরিন অ্যাকাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমীর ৩য় ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

নৌ-পরিবহন সিনিয়র সচিব বলেন, বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমী সমূহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেরিন সেক্টরে আমাদের দক্ষ জনবল রয়েছে, এই সমুদ্র যোদ্ধাদের দক্ষতাকে আরও শক্তিশালী এবং বেগবান করতে প্রয়োজন অব্যাহত কঠোর অনুশীলন ও প্রশিক্ষণ। প্রচলিত প্রশিক্ষণকে আরও বিশ্বমানে উন্নতি করতে নৌ মন্ত্রণালয়সহ সরকার বেশ আন্তরিক।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মেরিন একাডেমী সমূহের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের চাহিদা অনুযায়ী ক্যাডেটরা শুধু প্রশিক্ষিতই হবে না, দেশে বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগে বেকার সমস্যা দূর হবে বলেও জানান তিনি। এছাড়াও আগামীতে আইএমও ডাইরেক্টর জেনারেল হিসেবে প্রতিনিধিত্ব করবে মেরিন একাডেমি বলে আশা তার। একই সাথে বর্তমানের নৌ-শিপিংয়ের ৮ থেকে ১৬ টি জাহাজে উন্নীত করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও এগিয়ে নেয়ার কথা জানান নৌ সচিব। 

তৃতীয়বারের মত পীরগঞ্জ একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয় ব্যাচে রংপুর একাডেমির কোর্স সম্পন্ন করা ৪৫ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন। পরে সিনিয়র সচিব প্যারেড পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন। এবছর রংপুর একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন ৫৮ ব্যাচের ক্যাডেট ক্যাপ্টেন আবু হানজালা, সব বিষয়ে অধিক নম্বর প্রাপ্ত রৌপ্য পদক পেয়েছেন কুতুব উদ্দিন, মহি উদ্দিন জাকারিয়া। এসময় বাংলাদেশ মেরিন একাডেমী রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন সাঈদ সাত্তার, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ রংপুর পীরগঞ্জের মেরিন একাডেমি প্রাঙ্গনে বৃক্ষরোপণ, ক্যাডেটদের নতুন পদযাত্রা সাফল্যমন্ডিত করতে কেক কাটাসহ নানা আনুষ্ঠানিকতার ফটো সেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth