১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

অতিথি সবাই, শ্রোতা দু'জন!

আমাদের প্রতিদিন
4 weeks ago
470


মিঠাপুকুরের গোপালপুর উচ্চ বিদ্যালয়ে দায়সারা ভাবে বিজয় দিবস উদযাপন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরেরর মিঠাপুকুরে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে দায়সারা ভাবে বিজয় দিবস উদযাপিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক অতিথি হলে দর্শক সারিতে ছিলেন মাত্র দু'জন শ্রোতা। এমনি কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরম অসন্তোষ দেখা দিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।

অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজয় দিবস উপলক্ষে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন শিক্ষার্থীদের ডাকেনি। শুধুমাত্র কয়েকজন শিক্ষক মিলে অলোচনা অনুষ্ঠান করেছে। এরফলে কোন শিক্ষার্থী বিজয় দিবস পালন করতে পারেনি। ফলে তারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন,  প্রধান শিক্ষকের গাফিলতির কারণে আমরা এবারের বিজয় দিবস পালন করতে পারিনি। কয়েকজন অভিভাবক বলেন, প্রধান শিক্ষকের গাফিলতির কারণে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস দায়সারা ভাবে পালিত হয়েছে। তারা আরও বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন। প্রায় ৪ বছর ধরে নেই নিয়মিত কমিটি। মামলা রয়েছে ৪টি। এরফলে ধিরে ধিরে নিম্মমুখী হচ্ছে শিক্ষার মান।

গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা আসতে পারেনি। তারপরও বিজয় দিবস পালন করেছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth