রংপুরে রয়েল এনফিল্ডের শোরুম চালু

নিজস্ব প্রতিবেদক :
মোটরসাইকেল ব্র্যান্ড রয়াল এনফিল্ড এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার রংপুর নগরীর গুঞ্জন মোড় এলাকায় প্রথম শোরুম উদ্বোধন হয়েছে।
রহিম মিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট আকবর আলী।
আমন্ত্রিত অতিথি সাবেক ডিরেক্টর শাজাহান বাবু, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল, সাবেক কর কমিশন আবু ইসহাক, রয়্যালেটি মেগামলের চেয়ারম্যান (৬ বারের সেরা করদাতা) তৌহিদ হোসেন
রয়্যালেটি মেগামলের ব্যবস্থাপনা পরিচালক তানবীর হোসেন আশরাফী, শফিকুল ইসলামসহ বাইকার গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফাদ মোটরসের সহযোগিতায় চারটি ফ্ল্যাগশিপ মডেল হান্টার ৩৫০, বিটিওর ৩৫০, ক্ল্যাসিক ৩৫০ এবং বুলেট ৩৫০ নিয়ে রয়েল এনফিল্ড গ্রাহকদের সেবা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।
অনুষ্ঠানে নিয়ে ইফাদ মোটরসের রহিম মিয়া বলেন, দেশের মোটরসাইকেল ক্রেতাদের জন্য চারটি মডেল নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি।