গঙ্গাচড়ায় নোহালী ইউনিয়ন বিএনপি'র জিয়া সভাপতি জুয়েল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আমির আলী নির্বাচিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক আমির আলী নির্বাচিত হয়েছেন।শনিবার সন্ধ্যায় উপজেলার নোহালী ইউনিয়নের কে এন বি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আইয়ুব আলী।
নোহালী ইউনিয়ন বিএনপির আহবায়ক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, নাজিমউদ্দিন লিজু, চাঁদ সরকার, মীর কাশেম মিঠু, নাজমুল হুদা ও আতাউল মওলা, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দিতায় নোহালী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক আমির আলী নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গোলাম রব্বানী রঞ্জু।নির্বাচিতদের নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু।