৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

গঙ্গাচড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1 week ago
53


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় হুজুর আলী নামে (৫৮) এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ মাস আগে হুজুর আলী ও তাঁর স্ত্রী জোসনা বেগমের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরপর থেকে জোসনা বেগম অভিমান করে তাঁর বোনের বাড়িতে থাকতেন। একপর্যায়ে শনিবার বিকেলে হুজুর আলীর এক ভাতিজি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় হুজুর আলীর শয়নঘরের দরজা খুললে সে ঘরের টিরের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth