বদরগঞ্জে পত্রিকার এজেন্ট মাহাবুবের মৃত্যু

বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জের দৈনিক পত্রিকা বিক্রেতা ও এজেন্ট মাহবুবার রহমান(২৮) আর নেই (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজেউন)। রবিবার(১১ মে) ভোরের দিকে পৌরশহরের স্টেশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে কোলন কান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলাকালীন সময়ে তিনি কিডনী রোগে আক্রান্ত হন। মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। রবিবার জোহরের নামাজ শেষে পৌরশহরের চাঁদকুঠিরডাঙ্গা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সুত্রে জানা যায়, স্টেশনপাড়া আব্দুর রউফ ওরফে আবুর পুত্র মাহাবুবার রহমান। ছোট বেলা থেকে বাবার হাত ধরে পত্রিকা বিক্রি শুরু করেন। তার বাবার মৃত্যুর পর প্রায় ১০ বছর ধরে সে নিজে পত্রিকা বিক্রি শুরু করেন। পরে ১৫টি জাতীয় ও স্থানীয় পত্রিকার এজেন্ট হন তিনি। এর মধ্যে হঠাৎ করে সে কোলন কান্সারে আক্রান্ত হন। বাংলাদেশ ও ভারতে চিকিৎসা নেন তিনি। এরমধ্যে কিডনীর রোগের জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা চলাকালীন রবিবার ভোরের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাহাবুবের মৃত্যুতে বদরগঞ্জের সকল সাংবাদিক সমাজ ও রংপুরের পত্রিকার এজেন্টরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।