গঙ্গাচড়া যুবদলের সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ১৮ মে রবিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলা যুব দলের প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস। সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা যুব দলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুব দলের সহ-সভাপতি তারেক হাছান সোহাগ ও বিপ্লব হোসেন বিটু, যুগ্ন সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল, প্রচার সম্পাদক তারেক হাছান প্রামাণিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফকরুল হাছান রয়েল, সহ-প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য সুমন মিয়া, জেলা যুব নেতা শাজাহান ও আব্দার রহমান, গঙ্গাচড়া উপজেলা যুব দলের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গঙ্গাচড়া উপজেলা যুব দলের সদস্য সচিব শাহিন আলম সোনা।
সভা শেষে আগামী ২৩ ও ২৪ মে বগুড়ায় অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।