৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

6 days ago
69


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এজন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নামাজে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়োজিদ হোসাইন।

এদিকে বৃষ্টি হলে সকাল ৮টা ও ৯টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুটি ঈদের জামাত হবে।

এছাড়া রংপুর জিলা স্কুল মাঠে সকাল সাতটায়, পুলিশ লাইন্স ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৭টায়, সদর হাসপাতাল মসজিদে পৌনে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

মহানগরীর বাহিরে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টার মধ্যে রংপুর সদর, মিঠাপুকুর উপজেলা পরিষদ ঈদগাহ, পীরগাছা কারবালা মাঠ, তারাগঞ্জ চৌপথী ঈদগাহ, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার আট উপজেলা ও ছিয়াত্তরটি ইউনিয়নে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহে সরেজমিনে দেখা যায়, ঈদগাহে পুরো মাঠেই শামিয়ানা টাঙ্গানোর কাজ শেষ পর্যায়ে। মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। মাঠের প্রধান গেটসহ ৩টি গেট নির্মাণের কাজ শেষ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এ মাঠে একসাথে প্রায় পঞ্চাশ হাজার মুসল্লি ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করবেন।

ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ জেলা ও নগরীর গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোস্ট বাড়ানো হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল টিমও রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth