১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

রাজারহাটের যুবক হাসান জিহাদী ইকো লিডার্সে জিতলো ১ লাখ টাকা

3 hours ago
40


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের রাজারহাটের জুলাই যোদ্ধা হাসান জিহাদীর পরিবেশবান্ধব উদ্যোগ ইকো লিডারস এর ৩য় কোহর্টে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে দ্য আর্থ থেকে আইডিয়া বাস্তবায়নের জন্য ১ লাখ টাকার প্রি-সিড ফান্ডিং অর্জন করেছে এই উদ্যোক্ততা।

গত ২২ সেপ্টেম্বর শুরু হওয়া ইকো লিডার্স প্রশিক্ষণে অংশ নেন কুড়িগ্রামের হাসান জিহাদীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে অভ্যন্তরীন গ্রুপে আইডিয়া শেয়ারের প্রতিযোগিতা হয়। যেখানে হাসান জিহাদীর টিমের নাম ছিলো বর্ডারলেস ডট জোন, যারা প্রান্তিক উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যকার বর্ডার ভাঙ্গতে চায় এবং তাদের মধ্যকার সেতু হয়ে সরাসরি মার্কেটপ্লেসে সবুজ উদ্যোক্তাদের পন্য বিক্রয়ের ব্যবস্থা করতে চায়।

উদ্যোক্তার ভাষ্যমতে, এটি কেবল শুরু। স্থানীয় টেকসই ব্যবসা ও জলবায়ুবান্ধব উদ্যোগগুলোর জন্য একটি দীর্ঘস্থ’ায়ী সেতু গড়ে তোলাই মূল লক্ষ্য। এর মাধ্যমে যুবক-যুবতী ও নারীদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং পরিবেশবান্ধব পণ্যের জন্য বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অনলাইন ও অফলাইনে উদ্যোক্তাদের সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রথমবারের মতো এ ধরনের কোনো আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিয়ে নির্বাচিত হওয়াকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন হাসান জিাহদী। নিজ এলাকার তিস্তাপাড়ের গল্প, গান ও সুখ-দুঃখ দেশের বিভিন্ন জেলার যুবকদের কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি। আগামী ৪৫ দিনে বাংলাদেশের একটি গ্রামীণ জেলায় এই আইডিয়ার পাইলটিং শুরু হবে বলে জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth