১৭ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ

1 day ago
47


লালমনিরহাট প্রতিনিধি:

সীমান্তে লালমনিরহাট (১৫ বিজিবি)র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, বনচৌকি বিওপি’র আওতাধীন পূর্ব আমঝোল, ঝাউরানী বিওপি’র আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রামখানা বিওপি’র আওতাধীন রামখানা (কাজীটারী) নামক স্থানে রাতে বিজিবি’র ৩টি বিশেষ টহলদল অভিযান চালায়। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় গাঁজা ৫৮কেজি, যার বাজার মূল্য ২লক্ষ ৩হাজার টাকা, ভারতীয় ফেন্সিডিল ৫৮বোতল, যার বাজার মূল্য ২৩হাজার ২শত টাকা ও ভারতীয় ইস্কাফ সিরাপ ৯৯বোতল, যার বাজার মূল্য ৩৯হাজার ৬শত টাকা, সর্বমোট বাজার মূল্য ২লক্ষ ৬৫হাজার ৮শত টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth