সাংবাদিক বাদলকে অপহরণ-নির্যাতনে জরিতদের গ্রেফতারের দাবীতে মিট দ্যা র্যাব-সিও’ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে র্যাব-১৩ সদর দফতরে ‘মিট দ্য র্যাব-সিও’ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।
আজ বুধবার দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে র্যাব-১৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ করিমের সাথে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, রিপোর্টার্স ক্লাব ও আরপিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সাংবাদিক নেতারা জানায়, ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে বাদলকে কাচারী বাজার থেকে অপহরণ করে রংপুর সিটি করপোরেশনে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী প্রধান ফটক আটকে দিয়ে মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্তা করেন।
এ ঘটনায় বাদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময় কুমার সরকারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে রতন ও সাগর নামে দুই আসামিকে গ্রেফতার করেছে। রতন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে অন্যান্য আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে কিছু কর্মকর্তা নাগরিক সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছেন। বদলি করা পাঁচজন কর্মকর্তার মধ্যে তিনজন এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি। প্রশাসন এখনো বিভাগীয় ব্যবস্থা নেয়নি।
র্যাব-১৩ অধিনায়ক বলেন, ‘সাংবাদিক বাদলকে হেনস্তার বিষয়ে আমরা কনসার্ন। আসামিদের গ্রেফতারে ছায়া কার্যক্রম চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিষয়েও নজর রাখা হচ্ছে।