১৭ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

আজ বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা পূজা

1 day ago
50


নির্মল রায়:

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ বৃহস্পতিবার বিসর্জনের দিন সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন।

বুধবার মহানবমীতে মন্দির, মণ্ডপে যেন মিলেমিশে গেছে আনন্দ-বেদনা। দেবীর বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। ভক্তদের হৃদয়ে মগ্নতা আনতেই যেন এল সকালে  হঠাৎ বৃষ্টি।

রংপুর কালীবাড়ি মণ্ডপে প্রতিমার কাছে বসেছিলেন পুরোহিত দুলাল চক্রবর্তী । লাল রঙের প্রাধান্য দিয়ে সাজানো দেবীকে সাক্ষী রেখে ভক্তদের হাতে চরণামৃত দিচ্ছিলেন তিনি। কারও কপালে দিলেন যজ্ঞের কালির ফোঁটা।

তখন সারি সারি মানুষ ভক্তিভরে দর্শন করছেন দেবী। এছাড়া অনেক ভক্ত তখন প্রণাম করছেন দেবীকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth