১৭ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

রংপুরে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

1 day ago
46


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়েছে।

বুধবার (১লা অক্টোবর) সন্ধায়  সুমি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক ডেল্টা টাইমস্ এর জেলা প্রতিনিধি রবিন চৌধুরী রাসেল, বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় সাধারণ সম্পাদক দৈনিক জয়সাগর পত্রিকার ব্যুরো প্রধান এনামুল হক স্বাধীন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন, দৈনিক দাবানল পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মাসুদুর রহমান রাজ, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সাকিব উদ্দিন, ৭১ সংবাদ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, দৈনিক গণঅলো পত্রিকার আখতারুজ্জামান, ডেইলি প্রেজেন্ট টাইমসের জেলা প্রতিনিধ আল শাহারিয়ার জিম, দৈনিক ভোরের চেতনার গংগাচড়া প্রতিনিধ নুরুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা কাজে গেলে কথায় কথায় মব সৃষ্টি করার মতো পরিস্থিতি তৈরি করে। তাই সাবধানে থেকে সতর্কতার সাথে তথ্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। সব শেষে পত্রিকার সর্বাঙ্গীর কামনা করে। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth