১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

কুড়িগ্রামে লাইট হাউজ’র সেরা ফেলোশিপ পেল সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত

10 hours ago
27


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম): 

কুড়িগ্রামে এই প্রথম লাইট হাউজ সংস্থা সাংবাদিকদের মাঝে ফেলোশিপ প্রদান করেছেন। কুড়িগ্রাম জেলায় এটিই প্রথম ফেলোশিপ এ্যাওয়ার্ড’র আয়োজন করে একমাত্র লাইট হাউজ। লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় সর্বপ্রথম সাংবাদিকদের মাঝে এই এ্যাওয়ার্ড দেয়ায় জেলা ও উপজেলার সাংবাদিকরা ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত সাংবাদিক ফেলোশিপে সেরা এ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন।  বুধবার(২৯অক্টোবর) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভূবন হল রুমে সাংবাদিকদের ফেলোশিপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে দূর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল মানসম্মত রিপোর্টিংয়ে কুড়িগাম জেলার মধে সেরা ফেলোশিপ পেয়েছেন প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। তিনি দৈনিক আমাদের সময় ও করতোয়া’র রাজারহাট উপজেলা প্রতিনিধি ও পাক্ষিক আলোকিত রাজারহাট ও ডেইলি তোলপাড় ডট কম’র সম্পাদক ও প্রকাশক। এছাড়া দূর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিংয়ে ফেলোশিপ পেয়েছেন ডেইলি অবজারভার এর রংপুর বিভাগের প্রতিনিধি লাবনী আক্তার, যমুনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, দৈনিক নিরপেক্ষ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি পলাশ ও চিলমারী থেকে সাপ্তাহিক সহযোগী পত্রিকার নুরুল আমিন সরকার। ফেলেশিপ প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন ও  লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশিদসহ অতিথিবৃন্দ। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন লাইট হাউজের জেন্ডার ফোকাল ওয়াহিদা ইয়াসমিন, ভিউ সংস্থার পরিচালক মো. এনামুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার মো. জাকির হোসাইন,লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম ওফেলোশিপপ্রাপ্ত সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাজমুল হোসেন।  এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিক, লাইট হাউজের উপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী ও অঞ্জলী রানীসহ পাঁচ উপজেলার স্বেচ্ছাসেবকগণ। লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় ঊসঢ়ড়বিৎরহম ঈড়সসঁহরঃরবং ভড়ৎ ওহপষঁংরাব উরংধংঃবৎ জবংরষরবহপব: অ ঈঝঙ-গবফরধ চধৎঃহবৎংযরঢ় ঃড় চৎড়ঃবপঃ ঝধভবঃু ড়ভ ডড়সবহ ধহফ এরৎষং প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুরের দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল’১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করে আসছে। 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth