১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

আগামীর বাংলাদেশ হবে দুঃশাসনমুক্ত বাংলাদেশ-ডা এ জেড এম জাহিদ হোসেন

10 hours ago
30


হিলি প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে। বিএনপি মনে করে ধনী, গরিব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান সবার যদি উন্নতি হয়, তবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আধুনিক বাংলাদেশ হবে। যারা লুটে পুটে খেয়েছে তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ জিয়ার ইতিহাস, খালেদা জিয়ার ইতিহাস সুখে দুখে জনগণের পাশে থাকার ইতিহাস।

তিনি আরও বলেন, একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগে নাকি গণভোট হতে হবে। বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আগামীর বাংলাদেশ হবে দুশাসনমুক্ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুরে জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক এলাহী চৌধুরী রুবেল, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth