১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

বীরগঞ্জে ট্রাক্টর-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মটর সাইকেল আরোহী নিহত

10 hours ago
21


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ মোজাহারুল ইসলাম (৪৭)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

মোঃ মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছখুরিয়া গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা গোপালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মসলেম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় বীরগঞ্জ থেকে মটর সাইকেল নিয়ে নিজবাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ফিরছিলেন মোজারুল ইসলাম। পথে বীরগঞ্জ উপজেলার বর্ষা গোপালপুর নামক স্থানে একটি বালুবাহী ট্রাক্টর এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোজাহারুল ইসলাম।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশ আইনি ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth