কুড়িগ্রামে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে ডোবার পানিতে পড়ে ইয়াছিন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭নভেম্বর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটি ওই এলাকার হোসেন মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, শুক্রবার দুপুরে শিশু সিয়াম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে সে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।