চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
আহতদের ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলেন, দুইজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। তাদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের আকরাম (২৩) নামের এক যুবক। অন্য দুইজন পথচারী। তবে তাদের নাম আমরা জানতে পারিনি। তিনি আরও বলেন, এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জনের মতো।