৭ চৈত্র, ১৪৩১ - ২২ মার্চ, ২০২৫ - 22 March, 2025

নুরকে নির্বাচনী এলাকায় বিএনপি’র সহযোগিতার নির্দেশ

আমাদের প্রতিদিন
4 months ago
189


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে তাকে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে এই নির্দেশ দেওয়া হয়। পরে সোমবার (২৮ অক্টোবর) খবরটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ দিয়ে বলা হয়, যুগপৎ আন্দোলনে নুর সক্রিয় ভূমিকা পালন করেন। তাই তার সংসদীয় এলাকায় সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হলো।

বিষয়টি ‘অতি জরুরি’ উল্লেখ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্যও বলা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি। ইতিমধ্যে বিষয়টি ওই আসনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, আসনটিতে শক্ত অবস্থানে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। এই এলাকার সন্তান হিসেবে তারও জনপ্রিয়তা রয়েছে। তবে নুরের বাড়িও এই আসনে হওয়ায় আগামী সংসদ নির্বাচনে হাসান মামুন ও নুরের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে মূল।

তাদের ধারণা, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের জোট হলে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন নুর। তাই স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধে না জড়াতেই এমন সিদ্ধান্ত।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেন, সব এলাকায় কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। মূলত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা অভিযোগ করেছেন যে, তাদের সহযোগিতা করা হচ্ছে না। তাই এমন নির্দেশনা।

১১ দলের কার্যক্রম নিষিদ্ধ চাওয়া রিট ফিরিয়ে নিলেন হাসনাত-সারজিস১১ দলের কার্যক্রম নিষিদ্ধ চাওয়া রিট ফিরিয়ে নিলেন হাসনাত-সারজিস এদিকে মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা হাইস্কুলের খেলার মাঠে নুরের জনসভার কথা রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth