২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন......গোলাম পরওয়ার

আমাদের প্রতিদিন
1 month ago
109


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। তাঁর মতে, সব সংস্কার অন্তবর্তী সরকারের পক্ষে সম্ভব নয়।

প্রশাসনসহ সব জায়গায় আওয়ামী লীগের দোসররা এখনও বহাল রয়েছে উল্লেখ করে, তাদের সরাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকারও আহ্Ÿান জানান তিনি।

এ সময় দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী লীগের গডফাদাররা দেশ ছাড়তে বাধ্য হলেও দোসররা এখনও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth