২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

আমাদের প্রতিদিন
1 month ago
88


আমাদের ডেস্কঃ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন তিন ব্রিটিশ আইনজীবী। আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করেন তারা।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিনসহ তিন ব্রিটিশ আইনজীবী গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলাটি করেন।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে তৎকালীন সরকার নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্র এবং তাজা গুলি ব্যবহার করেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারও আবেদন করা হয়েছে।

আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে এক নৃশংস ইতিহাসের সাক্ষী হয়েছিল বাংলাদেশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth