৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

রাবির ভর্তি ফরম বিক্রিতে রেকর্ড আয়: এক মৌসুমেই ৩১ কোটি টাকা!

2 months ago
125


রাবি সংবাদদাতা:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিক্রি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় আয় করেছে প্রায় ৩১ কোটি টাকা। দুই ধাপে তিনটি ইউনিটে চলা আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন লাখো শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে আবেদন জমা পড়ে ৪ লাখ ৪১ হাজার ৯৭২টি, আর চূড়ান্ত পর্যায়ে জমা পড়ে ২ লাখ ৩৭ হাজার ৪১৫টি আবেদন—যার বিপরীতে মোট আয় হয়েছে ৩০ কোটি ৯৫ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক নথি অনুযায়ী—প্রধান পরিদর্শক: প্রতিটি পরীক্ষায় সম্মানী ৩,০০০ টাকা, কর্মকর্তা: ২,০০০ টাকা, কর্মচারী: ১,০০০ টাকা, চীফ কো-অর্ডিনেটর: ৭৫,০০০ টাকা, উপাচার্য: ২ লাখ টাকা, উপ-উপাচার্য: ১.৫ লাখ টাকা (প্রত্যেকে), রেজিস্ট্রার: ১.২৫ লাখ টাকা খরচ হবে।

ভর্তি ফি থেকে অর্জিত অর্থের ৬০% ইউনিটের খাতে ও ৪০% কেন্দ্রীয় ফান্ডে রাখা হবে। এই অর্থে চলবে ইউনিটের উন্নয়ন, প্রশাসনিক খরচ এবং অন্যান্য ভর্তি-সংক্রান্ত ব্যয়।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান জানিয়েছেন, “ফি ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখা হবে। decentralization-এর কারণে খরচ কিছুটা বেড়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth