১৭ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও মেয়ে নিহত, চালক আহত

2 weeks ago
130


ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও মেয়ে নিহত, চালক আহত
ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার কাহালু উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার নারী যাত্রী ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দরগাহাট বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) এবং তাঁর মেয়ে আরাত (৬)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আদমদীঘির উদ্দেশে রওনা দিয়েছিলেন। দরগাহাট এলাকায় পৌঁছালে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান আইনুন নাহার আশা।ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত মা ও মেয়ের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

 

 

দুর্ঘটনায় আহত আরাত ও চালককে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। তবে চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমাদের প্রতিদিন/মাসফি

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth