৯ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

পীরগাছায় চাঁদা দাবিতে এক হিন্দু ব্যবসায়ীকে মারপিট এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ

9 hours ago
16


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে বাঁধা ও চাঁদা দাবির অভিযোগে হিন্দু ধর্মাবলম্বী এক ব্যবসায়ীকে মারপিট এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলার তাম্বুলপুর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে গোটা হিন্দু সমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর বাজারস্থ মেসার্স রায় ট্রেডার্স নামে হার্ডওয়ার ব্যবসায়ী শ্রী যাদব চন্দ রায় এর বড় ভাই শ্রী জ্যোতিষ চন্দ্র রায় তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি জনৈক ব্যক্তির নিকট বিক্রি করে। এই জমি বিক্রির সাথে পাশ্ববর্তী দিকটারী গ্রামের মফিল উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান মুকুল ওরফে মন্ত্রীর কোন যোগসুত্র না থাকলেও তিনি জমি বিক্রি করলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি-ধামকি দিতে থাকেন। পরে নিরুপায় হয়ে শ্রী জ্যোতিষ চন্দ্র রায় একজনের মাধ্যমে ১২ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে বাকি টাকার জন্য হুমকি-ধামকি চলতে থাকে। ঘটনার দিন গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে দাড়ানো মাত্র আগে থেকে ওৎ পেতে থাকা মোখলেছুর রহমান মুকুল তার লোকজন নিয়ে শ্রী যাদব চন্দ্র রায়ের উপর হামলা চালান। এসময় হামলাকারীরা তার গলা চিপে ধরে হত্যা চেষ্টা করেন এবং তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে হাটুরে স্থানীয় লোকজন এগিয়ে এসে যাদব চন্দ্র রায়কে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত যাদব চন্দ্র রায় বলেন, এই মোখলেছুর রহমান মুকুল তাম্বুলপুর এলাকায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে। বিচার-শালিস থেকে শুরু করে কোন কিছু তার কাছে বাদ যায়নি। আমরা হিন্দু মানুষ। তাকে ১২ হাজার টাকা দেওয়ার পরও হামলা করছে। আমার ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোখলেছুর রহমান মুকুল কথাকাটাকাটির কথা স্বীকার করে বলেন, ৪০ হাজার টাকা ছিনতাই তো কম বলেছে। তারা অন্য একজনকে জমি দিতে চেয়ে তালবাহানা করছে। আমি এর প্রতিবাদ করেছি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে। একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth