৯ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

9 hours ago
17


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। আজ বুধবার (২৪ সেপ্টম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত-হাসান আলীর ছেলে।

মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।

তিনি বলেন, মোশারফ হোসেন দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত ছিলো। রাতে তার পরিবারের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর বেলা তার স্ত্রী তাকে ডাকাডাকি করলে, সে কোন সারা না দিলে এক পর্যায়ে এলকাার লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তার মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth