১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

নিষিদ্ধ পলিথিন দিয়ে হাটবাজার সয়লাব

11 hours ago
30


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার হাটবাজারগুলোতে নিষিদ্ধ পলিথিন দিয়ে সয়লাব হয়ে গেছে। পলিথিন আমদানী ও বিক্রি বন্ধে স্থানীয় প্রশাসনের কোন উদ্যোগ নেই দীর্ঘািদন ধরে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এক বছরেরও বেশি সময় ধরে একাই ৪ টি দপ্তরের  দায়িত্বে রয়েছেন। যে কারনে তার একার পক্ষে কোন দায়িত্বই সঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি সহকারী কমিশনার পদে তানভির আহমেদ যোগদানের পরও খাদিজা বেগম পৃথক ৩ টি দপ্তরের দায়িত্ব পালন করছেন।

দপ্তরগুলো হচ্ছে নির্বাহী কর্মকর্তার দপ্তর,উপজেলা পরিষদ চেয়ারম্যান এর দপ্তর ও পৌরসভার মেয়র এর দপ্তর। যে কারনে এসব দপ্তর সামলানোর পর অন্য কোন ধরনের অভিযান পরিচালনা করা দুরুহ হয়ে পড়েছে। যে কারনে দীর্ঘদিন ধরে সব ধরনের অভিযার বন্ধ থাকায় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানও বন্ধ। এই সুযোগে উপজেলার ছোট বড় হাটবাজার গুলোতে ব্যাসায়ীরা নির্বিঘ্নে কেনাবেচা হচ্ছে সব ধরনের পলিথিন। প্যাকেটজাত ছাড়া শপিং কাজ এ পলিথিন ব্যবহার বন্ধের সরকারি নির্দেশ এখানে অকার্যকর।

 

প্রতিদিন তাই অব্যবহৃত পলিথিনগুলো পরিবেশ নষ্ট করা ছাড়াও মাটিতে মিশে মাটির গুনগত মান নষ্ট করছে। বিশেষ করে আবাদী জমিগুলোতে পরিত্যক্ত পলিথিন সব ধরনের ফসলচাষে মারাক্তক বিঘ্ন ঘটাচ্ছে। এজন্য পরিবেশ ও আবাদী জমির গুনগতমান সঠিক রাখার উদ্দেশ্যেই জরুরী ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন বিক্রি রোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহননের দাবি জানিয়েছেন এলাকাকার সচেতন মহল।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth