২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে শেষ বেলায় প্রশ্ন

আমাদের প্রতিদিন
1 month ago
71


আমাদের ডেস্কঃ

সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট এ অভিষেকের পর থেকে প্রায় দুই দশক পার করে ফেলেছেন। কখনও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। তবে, এবার ক্যারিয়ারের শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রুটি ধরা হয়েছে তার বোলিং অ্যাকশনে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা যায়, সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে কাউন্টির চ্যাম্পিয়ন শিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে এ টুর্নামেন্টে সারের হয়ে একটি ম্যাচ খেলেছেন সাকিব।

টন্টনে সমারসেটের বিপক্ষে ওই ম্যাচে ৯ উইকেট নেন সাকিব। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে। সে ম্যাচে সাকিব ৬৩ ওভার বল করলেও কোনো আম্পায়ার অবৈধ অ্যাকশনের জন্য ‘নো বল’ ডাকেননি। খেলার দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সে ম্যাচের দুই আম্পায়ার। তবে আপাতত সাকিবকে খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছেন, বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ৪৪৭টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৭১২টি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth