৩০ আশ্বিন, ১৪৩২ - ১৫ অক্টোবর, ২০২৫ - 15 October, 2025

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

4 weeks ago
99


হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতাল থেকে চার দিনের নবজাতক চুরি হওয়ার ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে খুলনা মহানগরীর রূপসা ইস্পাহানী গলি থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

 

দুপুরে রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত একটি বেসরকারি ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, ‘সাড়াশি অভিযানে রূপসা ট্রাফিক মোড় থেকে একটু সামনে ইস্পাহানী গলি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে হেফাজতে নেয়।’

 

নবজাতকের অভিবাভক বলেন, মোংলা সিগন্যাল রোড এলাকা থেকে আসা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির চার দিন আগে ছেলেসন্তান হয়। সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলা থেকে ওই নবজাতক চুরি হয়েছিল।

আমাদের প্রতিদিন/মাসফিকুল

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth