যশোর বোর্ডে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
যশোর প্রতিনিধি:
যশোর শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর ছয় কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেনি। অর্থাৎ সবাই ফেল। বুধবার (৮ ফেব্রুয়ারি) ঘোষিত ফলে এই তথ্য পাওয়া গেছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
যশোর শিক্ষাবোর্ডে পাশের হার শূন্য এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে, কুষ্টিয়ার গোড়াপাড়া হাজী নুর ইসলাম কলেজ, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাহাতুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ, যশোরের কেশবপুর উপজেলার সাউথ বেঙ্গল কলেজ, মাগুরার রাওতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ এবং মাগুরার শিবরামপুর স্কুল এন্ড কলেজ।