বাবার ট্রাক্টরচাপায় প্রাণ গেল ছেলের
ঢাকা অফিস:
জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার চালিত ট্রাক্টরচাপায় ছেলে নিহত হয়েছে। রোববার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার চর কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত বছর বয়সী শিশু আব্দুল আলী চর কালিকাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আব্দুল আলী দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান তার মালবাহী ট্রাক্টরটি ঘোরাচ্ছিলেন। এ সময় ছেলে তার আব্দুল আলী বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিলো। পেছন থেকে বাবার চালিত ট্রাক্টর আব্দুল আলীকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আব্দুল আলীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, বাবার ট্রাক্টরচাপায় শিশু আব্দুল আলী নিহত হয়। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদনের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।