৬ মাঘ, ১৪৩১ - ২০ জানুয়ারি, ২০২৫ - 20 January, 2025

ভাতের সাথে কুমড়া পাতার বড়া , ক্ষেতে মজাদার

আমাদের প্রতিদিন
2 months ago
161


আমাদের ডেস্কঃ

দুপুরে, রাতে ডাল ও ভাতের সঙ্গে একটু ভাজা কিছু হলে বেশ দারুণ লাগে। এ সময় বানাতে পারেন মচমচে এবং অতি সুস্বাদু কুমড়া পাতার বড়া। রেসিপি তুলে ধরা হলো-

উপকরণ: মিষ্টিকুমড়ার পাতার সাথে মসুর ডাল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাদা সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ ও তেল।

যে ভাবে বানাবেন- পরিমাণমতো মসুরের ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য। এবার মিষ্টিকুমড়ার কিছু আস্ত পাতা নিয়ে আলতোভাবে পিষে পাতার হুলগুলো ভেঙে নিতে হবে এবং ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা ডাল, সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ ও লবণ দিয়ে অল্প পানি যোগ করে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি পাত্রে ব্লেন্ড করে নেওয়া ডালের মিশ্রণটি নিয়ে তার সঙ্গে পরিমাণমতো হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কুমড়া পাতা সম্পূর্ণ মেলে নিয়ে তাতে ডালের পেস্টটি হাত দিয়ে মাখিয়ে ভাঁজ করে নিতে হবে।

চুলায় একটি কড়াই বসিয়ে হালকা করে তেল দিয়ে তাতে ভাঁজ করা কুমড়াপাতার বড়াগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মচমচে কুমড়া পাতার বড়া।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth