১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

শীত মানেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিন

আমাদের প্রতিদিন
1 week ago
53


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

ঠোঁট ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা সবকিছু যেন পাল্লা দিয়ে বাড়ে শীতে। সামনে শীতের আগমনের আগ দিয়েই যেন অনেকের ত্বকই ইতিমধ্যে শুষ্ক হয়ে উঠতে শুরু করেছে। শীত বাড়তে থাকে, আর পাল্লা দিয়ে কমতে থেকে ত্বকের আর্দ্রতা। আগেকার দিনে এত ব্র্যান্ডের ক্রিম, লোশনসহ যাবতীয় শীতের সামগ্রির ব্যবহার ছিল না। আমাদের মা-দাদীরা সেসময় ত্বকের আর্দ্রতা রক্ষায় নির্ভর করতেন গ্লিসারিনের ওপর।

শীত জেঁকে বসার আগেই ত্বকের যত্নে শুরু করুন গ্লিসারিনের ব্যবহার। গ্লিসারিন ত্বকের স্বাভাবিক পানি ধরে রাখে। পাশাপাশি বলিরেখা ও দাগছোপ কমায়। ফলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায়।

তবে গ্লিসারিন যেহেতু ভারি প্রকৃতির তাই ত্বকের উপর সরাসরি মাখা যায় না। এতে ত্বক চিটচিটে হয়ে ওঠে। গোলাপ জল অথবা সরাসরি পানির সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে উপকার পাবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা সমপরিমাণ গ্লিসারিন, গোলাপজল ও জলপাই তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। টোনার হিসেবে ব্যবহার করা যায় গ্লিসারিন। স্প্রে বোতলে মিনারেল ওয়াটার নিয়ে এতে ২-৩ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। এই টোনার মুখে স্প্রে করলে ত্বক টানটান হয়ে উঠবে।

ঠোঁটের কালচে ভাব দূর করতেও গ্লিসারিন ব্যবহার করা যায়। গ্লিসারিন ও গোলাপের পাঁপড়ির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এ ছাড়াও শীতকালে সবার একটি সাধারণ সমস্যা হচ্ছে গোড়ালি ফেটে যাওয়া। সেক্ষেত্রে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে গোড়ালি পরিষ্কার করে নিন। এরপর গ্লিসারিন লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত ব্যবহার করলে পা ফাটার সমস্যা দূর হবে এবং গোড়ালি থাকবে মসৃণ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth