‘স্পাইডার ম্যান’ ফ্যাঞ্চাইজির শুটিং শুরু হতে যাচ্ছে

আমাদের ডেস্কঃ
হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার ম্যান’। সিনেমাটি প্রতিটি কিস্তির মুক্তির জন্য ভক্তরা অপেক্ষায় থাকেন। এবার জানা গেল আবারো ২০২৬ সালে প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার ম্যান’। সিনেমা মুক্তির আগে থেকেই প্রশ্ন ছিল এবারের সিনেমায় স্পাইডার ম্যানের স্যূটে কাকে দেখা যাবে। ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, স্পাইডার ম্যানের স্যুটে টম হল্যান্ডকেই দেখতে পারবেন দর্শক। স্পাইডার-ম্যানের সর্বশেষ একক সিনেমা ছিল ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ২০২১ সালের সিনেমাটি ১’শত কোটি ডলার আয় করেছিল। এই সিনেমায় চমক ছিল মূল চরিত্রটি ঘিরেই। মার্ভেল সিনেমাটিতে আগের স্পাইডারম্যান টোবি ম্যাগুইরে এবং অ্যান্ড্রু গারফিল্ডকেও ফিরিয়ে এনেছিল। আর সেই সঙ্গে ছিল টম। এ কারণে এবারের সিনেমা নিয়ে এতো প্রশ্ন। এবারের কিস্তির নাম এখনো ঠিক হয়নি। কিন্তু এটিই হতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান ফোর’। আর সিনেমাটি পরিচালনা করছেন ডাস্টিন ড্যানিয়েল ক্রিটন। এই ফ্র্যাঞ্চাইজি দিয়েই অভিষেক হচ্ছে নির্মাতার।
এদিকে টম হল্যান্ড নিজেই নতুন সিনেমার খবর জানালেন। জিমি ফ্যালনের শো’এ জানিয়ে দিলেন স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমাটি আগামী বছরের মাঝামাঝি প্রডাকশনে যাবে। এছাড়া এটি যে ২০২৬ সালের জুলাইয়ে মুক্তি পাবে। টম হল্যান্ড বলেন, আগামী সামারে আমরা শুটিং শুরু করব। সবকিছু এখন পর্যন্ত ভালোই চলছে। কোনো সমস্যা দেখা না পেলে পরিকল্পনা অনুসারেই কাজ চলবে। আমি সিনেমাটি নিয়ে দারুণ উত্তেজিত। অপেক্ষা করতে পারছি না কবে স্যুট পরে শুটিং করবো।
টম হল্যান্ড বলেন, মার্ভেলের বড় সিনেমাগুলোয় স্পাইডার ম্যান চরিত্রটি একটি অনুষঙ্গ। বড় একটা যন্ত্র চালাতে অনেক কিছু লাগে। স্পাইডার ম্যান ছিল তেমনই। কিন্তু একক সিনেমায় সে-ই মূল। স্পাইডার-ম্যানকে পূর্ণ রূপে সেখানে পান দর্শক। নতুন সিনেমায়ও সেটাই হবে।